কিশোরগঞ্জে কৃষক কাছুম আলী হত্যার চার বছর পর রায় এসেছে বিচারিক আদালত থেকে। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডিতরা হলেন- হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের গৃহবধূ হামিদা আক্তার ও তার মেয়ে রেখা আক্তার।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আব্দুর রহিম রোববার দুপুর ১২টার দিকে এ রায় দেন। রায়ে দুই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
কিশোরগঞ্জ শিশু আদালত-১ এ এই মামলার অপ্রাপ্তবয়স্ক আরেক আসামির বিচার চলছে।
মামলায় বলা হয়, ২০১৬ সালের ২৪ মার্চ বাড়ির পাশের পুকুরে শাক ধোয়া নিয়ে হামিদা আক্তার, তার মেয়ে রেখা আক্তার ও রেখার কিশোরী কন্যার সঙ্গে কৃষক কাছুম আলীর মেয়ে কমলা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কমলাকে মারধর করেন। এ সময় কমলার চিৎকারে বাবা কাছুম আলী এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কমলা বেগম তিন জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১৭ অক্টোবর মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।